• 95, Khan Tower, Naya Paltan, Dhaka-1000
  • 01886123524

বছরব্যাপী উন্মুক্ত জাতীয় বইপাঠ প্রতিযোগিতা’২৩

রেজিস্ট্রেশন পদ্ধতি
প্রত্যেক প্রতিযোগিকে ফেব্রুয়ারী’২৩ এর ২০ তারিখের মধ্যে রোজ একাডেমির ফেসবুক পেইজে প্রদত্ত গুগল ফরম লিঙ্কে রেজিস্ট্রেশন করতে হবে। এইছাড়াও নতুন প্রতিযোগীগণ প্রত্যোক মাসের ২০ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন।
রেজিস্ট্রেশন ফি
২০০/- (এককালীন)
বিকাশ ও নগদ নাম্বার
01718162505 (পার্সোনাল)
পেমেন্ট পদ্ধতি
নোটিশে দেওয়া বিকাশ নাম্বারে টাকা পাঠানোর পর ফরমে বিকাশ বা নগদ নাম্বার / ট্রানজেকশন আইডি (যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন) দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
খেয়াল রাখুন
* নির্দিষ্ট সময়ের পর রেজিস্ট্রেশন করতে চাইলে রোজ একাডেমির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করা যাবে।
* একবার রেজিস্ট্রেশন করলে ১২টি কুইজের জন্য পূনরায় রেজিস্ট্রেশন করা লাগবে না।
* কোন প্রতিযোগি প্রথম মাসে (ফেব্রুয়ারি-'২৩) রেজিস্ট্রেশন করতে না পারলেও পরবর্তী মাস থেকে রেজিস্ট্রেশন করে পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে প্রতি মাসের ২০ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে অফিসের দেওয়া নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন নাম্বার নিতে হবে।

রেজিস্ট্রেশন করুন